ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সহকারী মুফতি, মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানি মানিকনগর, ঢাকা
মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

প্রশ্ন : আজানের শেষে দরুদ শরিফ এবং আজানের দোয়া- এ দুটি আমল কি মুয়াজ্জিনের জন্যও মুস্তাহাব?

উত্তর : হ্যাঁ, মুয়াজ্জিনের জন্যও আজান শেষে দরুদ শরিফ ও দোয়া পড়া মুস্তাহাব। (বোখারি : ১/২৯২, মুসলিম : ৪/৬৪৩, হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুররিল মুখতার : ১/১৮৮, মিনহাজুত তালিবিন : ১/৩২৯, আল মাজমু শরহুল মুহাজ্জাব : ৪/১৫৪, ফতোয়ায়ে মাহমুদিয়া : ৫/৪১৩)।

প্রশ্ন : আজানের মধ্যে কানে আঙুল দেওয়ার হুকুম কী?

উত্তর : মুয়াজ্জিনের জন্য আজানের সময় কানে আঙুল দেওয়া মুস্তাহাব। এটা একাধিক হাদিস ও উম্মতের ধারাবাহিক আমল দ্বারা প্রমাণিত। একটি দীর্ঘ হাদিসে আবু জুহাইফা (রা.) থেকে বর্ণিত হয়েছে, আমি বেলাল (রা.)-কে কানে আঙুল দিয়ে আজান দিতে দেখেছি। (তিরমিজি : ১৯৭, মুসনাদে আহমদ : ১৮৭৫৯, মুসান্নাফে আবদির রাজ্জাক : ১৮০৬, তিরমিজি : ৫৮, বোখারি : ১/২৯৮, উমদাতুল কারি : ৫/১৪৭, মুসান্নাফে ইবনে আবি শাইবা : ২/৩৩৪, আদ্দুররুল মুখতার : ২/৬৭, আহসানুল ফাতাওয়া : ২/২৮৪)।

প্রশ্ন : অনেকে বলে, বিতিরের নামাজে দোয়ায়ে কুনুতের পর দরুদ পড়া ভালো। জানার বিষয় হলো, দোয়ায়ে কুনুতের পর দরুদ পড়ার হুকুম কী?

উত্তর : বিতিরের নামাজে দোয়ায়ে কুনুতের পর দরুদ পড়া উত্তম। (বাদায়েউস সানায়ে : ১/৬১৪, আল বাহরুর রায়েক : ২/৭৭, হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকিল ফালাহ : ২০৯, গুনইয়াতুল মুতামাল্লি : ৪২২, ফতোয়ায়ে রহিমিয়্যা : ৫/২৩৬, আহসানুল ফাতাওয়া : ৩/৪৯৬)।

প্রশ্ন : জনৈক ব্যক্তি সফর অবস্থায় জোহরের নামাজ ভুলে চার রাকাত আদায় করেছে। এখন ওই নামাজের হুকুম কী?

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে দু’রাকাতের পর তাশাহুদ পরিমাণ বসে থাকলে এবং সাহু সেজদা আদায় করে থাকলে নামাজ হয়ে গেছে। অন্যথায় যদি সাহু সেজদা না করে থাকে, তাহলে পুনরায় নামাজ দোহরানো ওয়াজিব। আর দু’রাকাতের পর তাশাহুদ পরিমাণ বসে না থাকলে নামাজ নষ্ট হয়ে গেছে; তা আবার পড়তে হবে। (কিতাবুল আসল : ১/২৭০, আদ্দুররুল মুখতার : ২/১২৮, তাবয়িনুল হাকায়েক : ১/৫১১, ফাতহুল কাদির : ২/৩২, আল বাহরুর রায়েক : ২/২৩০, ফতোয়ায়ে আলমগিরি : ১/১৯৯, ফতোয়া রহিমিয়্যা : ৫/১৭০, আহসানুল ফাতাওয়া : ৪/৭৭)।

প্রশ্ন : চার রাকাতবিশিষ্ট সুনানে যাওয়াইদ (যেমন- ইশা, আসরের আগের চার রাকাত সুন্নত) এবং নফল নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দরুদ পড়তে হবে কি না? পড়লে সাহু সেজদা করতে হবে কী?

উত্তর : চার রাকাতবিশিষ্ট প্রশ্নোক্ত নফল নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দরুদ পড়া উত্তম। এতে সাহু সেজদা ওয়াজিব হবে না। (বাদায়েউস সানায়ে : ১/৪৯৯, ফতোয়ায়ে তাতারখানিয়া : ২/১৩২, হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকিল ফালাহ : ২১৪, ফতোয়ায়ে আলমগিরি : ১/১৭২, আদ্দুররুল মুখতার : ২/১৬, হাশিয়াতু শরহুল বিকায়া : ১/১৭২, ফতোয়া রহিমিয়্যা : ৫/২২৭, ইমদাদুল আহকাম : ১/৬১১, আহসানুল ফাতাওয়া : ৩/৪৯০)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত