মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সহকারী মুফতি, মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানি মানিকনগর, ঢাকা

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রশ্ন : চেয়ারে বসে টেবিলে সেজদা করে নামাজ পড়া যাবে?

উত্তর : যে ব্যক্তি জমিনে বসে নামাজ আদায় করতে অক্ষম, তার জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ। সে ইশারায় রুকুণ্ডসেজদা করবে। রুকুর তুলনায় সেজদার জন্য কিছু বেশি ঝুঁকবে। তবে সামনে টেবিল কিংবা অন্য কোনো উঁচু বস্তু রেখে তাতে সেজদা করবে না। যে মুসল্লি জমিনে বসতে সক্ষম নয়, কিন্তু দাঁড়াতে সক্ষম; তাকে নামাজ দাঁড়িয়ে আদায় করতে হবে। রুকু করতে সক্ষম হলে রুকুও স্বাভাবিক নিয়মে করবে। তারপর চেয়ারে বসে বাকি আমলগুলো আদায় করতে হবে। (ইলাউস সুনান ৭/২০৩, ফতোয়ায়ে হিন্দিয়া : ১/১৩৬, আন নাহরুল ফায়েক : ১/৩৩৭, আল মুহিতুল বোরহানি : ৩/৩৩)।

প্রশ্ন : সুতরার সর্বনিম্ন পরিমাণ কতটুকু?

উত্তর : সুতরা কমপক্ষে এক হাত পরিমাণ হওয়া উচিত। আয়েশা (রা.) সূত্রে বর্ণিত; তিনি বলেন, রাসুল (সা.)-কে সুতরা সম্পর্কে জিজ্ঞেস করা হলে (সেটা কতটুকু হবে) তিনি বললেন, ‘হাওদার লাঠির মতো।’ আর আতা (রহ.) বলেন, ‘হাওদার লাঠির দৈর্ঘ্য হলো, এক হাত বা তার বেশি।’ (মুসলিম : ৫০০, সুনানে আবি দাউদ : ৬৮৬, আল মাবসুত : ১/১৯০, উমদাতুল কারি : ৪/২৬৭, আল বাহরুর রায়েক : ২/১৭, শরহুল মুনয়া : ৩৬৮, ফতোয়ায়ে হিন্দিয়া : ১/১০৪)।