প্রশ্ন : অজুতে মুখ ও হাত ধোয়ার পর পানি শেষ হয়ে গেল। আশপাশে পানি না পেয়ে মসজিদের ফিল্টার থেকে পানি নিয়ে অজু শেষ করা হলো। ততক্ষণে মুখ ও হাত শুকিয়ে গেছে। এভাবে অর্ধেক অজু করে অঙ্গ শুকিয়ে যাওয়ার পর অবশিষ্ট অঙ্গ ধুয়ে অজু শেষ করলে তা দ্বারা নামাজ পড়া শুদ্ধ হবে?
উত্তর : সে অজু সহিহ হয়েছে। তা দ্বারা আদায়কৃত নামাজও শুদ্ধ হবে। কেননা, এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই অন্য অঙ্গ ধোঁয়া অজুর সুন্নত। (আদ্দুররুল মুখতার : ১/১২২)।
প্রশ্ন : অজুু করার সময় অজুর পানির ছিটা যদি শরীরে লাগে, তাতে কী অজুুর কোনো ক্ষতি হবে?
উত্তর : না, অজুর কোনো সমস্যা হবে না। (মারাকিল ফালাহ : ১/১৪)।
প্রশ্ন : হাতের নখ বড় হলে কী অজু শুদ্ধ হবে?
উত্তর : হাত-পায়ের নখ কাটা প্রকৃতিগত সুন্নতের অন্তর্ভুক্ত। শরীরের অবাঞ্ছিত লোম ও নখ ইত্যাদি বিনা ওজরে ৪০ দিন পর কাটা মাকরুহে তাহরিমি। নখ বড় হওয়ার ফলে কোনো কারণে যদি নখের গোড়ায় পানি না পৌঁছে, তাহলে অজু শুদ্ধ হয় না। (খোলাসাতুল ফাতাওয়া : ১/ ২২)।