ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মুসলিম বিশ্ব পরিচিতি

মুসলিম বিশ্ব পরিচিতি

আরব উপদ্বীপের সুবিশাল অংশজুড়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের অবস্থান। ভূখণ্ডের দিক থেকে এশিয়ার পঞ্চম বৃহৎ রাষ্ট্র সৌদি আরব। আরব বিশ্বে আলজেরিয়ার পরই তাদের স্থান। এর উত্তরে জর্দান ও ইরাক, উত্তর-পূর্বে কুয়েত, কাতার ও বাহরাইন, পূর্বে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্বে ওমান এবং দক্ষিণে ইয়েমেন।

এটিই একমাত্র দেশ, যেখানে লোহিত সাগর ও পারস্য সাগরের উপকূল রয়েছে। যদিও দেশটির বেশিরভাগ ভূখণ্ডই মরুভূমি ও পার্বত্যময়। চার অঞ্চলে বিভক্ত সৌদি আরব- হেজাজ, নেজদ, আল-আহসা ও আসির। ১৯৩২ সালে ইবনে সাউদ সৌদি আরবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। চারটি অঞ্চলকে একত্র করেন তিনি। এরপর থেকেই সৌদি আরবে রাজতন্ত্র চলছে। সৌদি আরব দুই পবিত্র মসজিদের ভূমি হিসেবেও পরিচিত। এগুলো হচ্ছে আল মাসজিদুল হারাম (মক্কায়) এবং মসজিদে নববি (মদিনায়)। তেল-গ্যাসের বিশাল মজুদ রয়েছে সৌদি আরবে। দেশটির তেলের মজুদের পরিমাণ ২৬০ বিলিয়ন ব্যারেল; যা বিশ্বের মোট মজুদের এক-পঞ্চমাংশ। দেশটির সমৃদ্ধির প্রধান কারণ এটিই।

পুরো নাম: কিংডম অব সৌদি আরাবিয়া।

সরকারি নাম: আল মামলাকাতুল আরাবিয়্যাতুস সাউদিয়া (রাজকীয় সৌদি আরব)।

রাজধানী: রিয়াদ।

সর্বোচ্চ স্থান : আবহা প্রদেশের আসির অঞ্চল।

দাপ্তরিক ভাষা: আরবি।

জাতিগোষ্ঠী: ৯০ শতাংশ আরব ও ১০ শতাংশ আফ্রো আরব।

ধর্ম: ইসলাম।

সরকার পদ্ধতি: ইউনিটারি ইসলামিক অ্যাবস্যুলেট মনার্কি।

রাজা: বাদশাহ সালমান।

যুবরাজ: মোহাম্মদ বিন সালমান।

আয়তন: ২১ লাখ ৪৯ হাজার ৬৯০ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা: তিন কোটি ৩০ লাখ।

ঘনত্ব: প্রতি বর্গ কিলোমিটারে ১৫ জন।

জিডিপি: মোট ১.৮০৩ ট্রিলিয়ন ডলার; মাথাপিছু ৫৫ হাজার ২২৯ ডলার।

মুদ্রা: সৌদি রিয়াল।

রাষ্ট্রব্যবস্থা: রাজতন্ত্র।

জাতীয় পতাকা: ১৯৭৩ সালের ১৫ মার্চ থেকে সৌদি আরবে জাতীয় পতাকা ব্যবহৃত হয়। পতাকার রং সবুজ। পতাকার মাপ ২.৩। এর ওপরের অংশে সাদা রঙের কালিমা আরবিতে উৎকীর্ণ রয়েছে। কালিমার নিচেই একটি কোষমুক্ত তরবারি অঙ্কিত রয়েছে; যা দ্বারা ন্যায়বিচার বোঝানো হয়েছে। এ কালিমা উৎকীর্ণ থাকায় সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না। আর সবুজ রং ইসলামের ঐতিহ্যের প্রতি ইঙ্গিতবাহী।

সরকারি ছুটি: সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার। এছাড়া ঈদুল ফিতরে ১২ দিন, ঈদুল আজহায় ১০ থেকে ১২ দিন ও ২৩ সেপ্টেম্বর জাতীয় দিবসে সরকারি ছুটি রয়েছে।

আবহাওয়া: তাপমাত্রা ১২ থেকে ৫১ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে। বৃষ্টিপাত বিক্ষিপ্ত ও অনিয়মিত। দীর্ঘস্থায়ী উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মকাল। রাতে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। শীতকালে হালকা তুষারপাত হয়।

জাতিসত্তা: আরব ৯০ শতাংশ, আফ্রো-এশীয় ১০ শতাংশ।

মুদ্রা: সৌদি রিয়াল।

সংবিধান: ইসলামি শরিয়া মোতাবেক রচিত, ১৯৯৩ সালে এতে সরকারের দায়িত্ব সম্পর্কিত ধারা ও উপধারা সংযোজন করা হয়েছে। ২০০৬ সালের অক্টোবর মাসে বাইয়াত কমিটি গঠন করা হয়।

মজলিসে শূরা: এর মোট সদস্যসংখ্যা ১৫০। তার মধ্যে পুরুষ ১২০ ও নারী ৩০ জন।

বিচারব্যবস্থা : ইসলামি শরিয়া আইন অনুযায়ী বিচারব্যবস্থা পরিচালিত হয়।

শিক্ষা: শিক্ষার হার ৯৫ শতাংশ। এর মধ্যে পুরুষ ৮৪.৭ শতাংশ, নারী ৭.৮ শতাংশ। সৌদি আরব আর্থ-সামাজিক উন্নয়নের জন্য শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করে। প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সব নাগরিকের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। বর্তমানে সৌদি আরবের বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতের জন্য বরাদ্দ।

জাতিসংঘে যোগ : ২৪ অক্টোবর ১৯৪৫।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত