মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ
সহকারী মুফতি মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানি মানিকনগর, ঢাকা
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রশ্ন : জনৈক মাসবুক ব্যক্তি ইমামের সঙ্গে একবার সাহু সেজদা করেছে। এরপর ছুটে যাওয়া নামাজ আদায়কালে আবার ভুল করেছে। এখন কি তাকে আবার সাহু সেজদা করতে হবে?
উত্তর : হ্যাঁ, মাসবুক তার অবশিষ্ট নামাজ আদায়কালে ভুলে কোনো ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদা আদায় করবে। (ফতোয়ায়ে বাজ্জাজিয়া : ১/৪২, আল বাহরুর রায়েক : ২/১৭৬, গুনইয়াতুল মুতামাল্লি : ৪৬৬, আদ্দুরারুল হুক্কাম : ১/৯৩, আদ্দুররুল মুখতার : ২/৫৪৭, ফতোয়ায়ে মাহমুদিয়া : ৬/৫৬৬)।
প্রশ্ন : জনৈক ব্যক্তি ইমাম সাহেবকে রুকুতে পেয়েছে। এ ক্ষেত্রে উক্ত ব্যক্তি কি তাকবিরে তাহরিমার পর সানা পড়বে নাকি সরাসরি রুকুতে চলে যাবে?
উত্তর : সাধারণত আমাদের দেশের ইমাম সাহেবদের রুকু দীর্ঘ হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে তাকবিরে তাহরিমার পর সানা না পড়েই রুকুতে শরিক হবে। তবে কোথাও যদি ইমাম সাহেব এত দীর্ঘ রুকু করেন যে, সানা পড়েও রুকুতে শরিক হওয়া যাবে, তাহলে সে ক্ষেত্রে সানা পড়ে রুকুতে শরিক হবে। (ফতোয়ায়ে তাতারখানিয়া : ২/১৯৬, আল বাহরুর রায়েক : ১/৫৪৩, গুনইয়াতুল মুতামাল্লি : ৩০৫, ফতোয়ায়ে আলমগিরি : ১/১৪৯, আন নাহরুল ফায়েক : ১/২০৮, মাজমাউল আনহুর : ১/১৪২, খাইরুল ফাতাওয়া : ২/৪০৮)।
প্রশ্ন : আমি ও আমার বন্ধু গত কয়েকদিন আগে এশার নামাজে মাসবুক হই। ইমাম সালাম ফেরানোর পর যখন ছুটে যাওয়া নামাজের জন্য দাঁড়াই, তখন কত রাকাত পড়েছি আর কত রাকাত পড়তে হবে, তা ভুলে যাই। ফলে পাশের বন্ধুর নামাজ দেখে সে অনুযায়ী আমি আমার নামাজ শেষ করি। জানার বিষয় হলো, আমার ওই নামাজ সহিহ হয়েছে নাকি তা পুনরায় পড়তে হবে?
উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামাজ সহিহ হয়েছে। (খোলাসাতুল ফাতাওয়া : ১/১৬৩, ফতোয়াযে কাজিখান : ১/৬৬, আদ্দুররুল মুখতার : ১/৫৯৭, গুনইয়াতুল মুতামাল্লি : ৪৬৭, ফতোয়ায়ে রহিমিয়্যা : ৫/১৫৬)।
প্রশ্ন : বিতিরের নামাজ কাজা হয়ে গেলে সে নামাজের কাজা কি দিনেও করা যাবে নাকি রাতেই করতে হবে?
উত্তর : নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় কাজা নামাজ আদায় করা যায়। তবে বিনা কারণে কাজা নামাজ আদায়ে বিলম্ব করা উচিত নয়। উল্লেখ্য, সূর্যোদয়, সূর্যাস্ত ও দ্বিপ্রহরের সময় নামাজ পড়া নিষিদ্ধ। (ফতোয়ায়ে আলমগিরি : ১/১৮০, হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ : ২৩৯, আদ্দুররুল মুখতার : ২/৬৬)।