মুফতি লুকমান হাসান

মুফতি ও মুহাদ্দিস, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রশ্ন : রোজার নিয়ত কখন করতে হবে?

উত্তর : সূর্যাস্ত থেকে রাতের যে কোনো সময়ে পরের দিনের রোজার নিয়ত করা যাবে। তবে রাতে নিয়ত করাই উত্তম। রাতে নিয়ত না করে থাকলে, অর্ধদিবসের ঘণ্টাখানেক আগপর্যন্ত (প্রায় সকাল ১১টা পর্যন্ত) যে কোনো সময় নিয়ত করা যাবে। (ফতোয়ায়ে আলমগিরি : ১/১৯৬)।

প্রশ্ন : পুরো রমজানের জন্য একবারে নিয়ত করলে হবে?

উত্তর : পুরো রমাজানের জন্য একত্রে নিয়ত করা যথেষ্ট নয়; বরং প্রতিদিনের রোজার আলাদা আলাদাভাবে নিয়ত করতে হবে। (ফতোয়ায়ে আলমগিরি : ১/১৯৬)।

প্রশ্ন : রোজার নিয়ত না করলে রোজা হবে?

উত্তর : রোজার উদ্দেশে সাহরি খাওয়া রোজার নিয়ত হিসেবে গণ্য হয়। অতএব, আলাদাভাবে নিয়ত না করে শুধু সাহরি করলেও রোজা হয়ে যাবে। (ফতোয়ায়ে আলমগিরি : ১/১৯৫; রদ্দুল মুহতার : ২/৩৮০)।

প্রশ্ন : রমজান মাসে অন্য কোনো রোজার নিয়ত করলে তা কি রমজানের রোজা বলে গণ্য হবে?

উত্তর : রমজান মাসে অন্য কোনো রোজার নিয়ত করলেও তা রমজানের রোজা বলে গণ্য হবে। যেমন- নফল রোজা বা কাজা রোজার নিয়ত করল; এতে রমজানের ফরজ রোজাই আদায় হবে। কিন্তু মুসাফির বা এমন অসুস্থ ব্যক্তি, যার রোজা ভাঙার অনুমতি আছে, তার জন্য রমাজানের রোজা নির্দিষ্ট করে নিয়ত করা জরুরি। (শরহুন নুকায়া : ১/৪০৭)।

প্রশ্ন : রোজার নিয়ত করার পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগপর্যন্ত কি পানাহার বা স্ত্রী সহবাস করা যাবে?

উত্তর : রোজার নিয়ত করার পর থেকে সুবহে সাদিক তথা ফজরের ওয়াক্ত হওয়ার আগপর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস করা যায়। এতে রোজা বা নিয়তের কোনো ক্ষতি হয় না। (সুরা বাকারা : ১৮৭)।