প্রশ্ন : ‘ইসলামি জ্ঞান’ নামে একটি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করি। পুরস্কারস্বরূপ আমাকে হজে নিয়ে যাওয়া হয়। আর্থিক সচ্ছলতা হলে কি আমার জন্য আবার হজ করা আবশ্যক?
উত্তর : আপনি যদি হজের ইহরামের সময় নফল হজের নিয়ত না করে থাকেন, বরং সাধারণ নিয়তেই হজ করে থাকেন, তবে তা দ্বারাই আপনার ফরজ হজ আদায় হয়ে গেছে। এ ক্ষেত্রে সামর্থ্যবান হওয়ার পর আপনার জন্য আবার হজ করা আবশ্যক নয়। তবে চাইলে নফল হজ আদায় করতে পারেন। (ফতোয়ায়ে সিরাজিয়া : ৩২, ফতোয়ায়ে তাতারখানিয়া : ৩/৪৭৭, আল-বাহরুল আমিক : ১/৩৭৬, মানাসিক মোল্লা আলী কারি : ৬৩)।
প্রশ্ন : হজের সফরে হারাম, সুদ, ঘুষ বা লটারির টাকা খরচ করা যাবে?
উত্তর : না, যাবে না। কারণ, এ ধরনের টাকা গ্রহণ করা এমনিতেই হারাম। হজের সফরে ব্যবহার করা আরও মারাত্মক গোনাহ। (আল-বাহরুর রায়েক : ২/৩০৯, রদ্দুল মুহতার : ২/৪৫৬, আল-মাজমু শরহুল মুহাজ্জাব : ৭/৫১, গুনয়াতুন নাসিক : ১৯৫-১৯৬)।