ঢাকা ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

পাথেয়

জিকিরের ফজিলত

জিকিরের ফজিলত

জিকির ইসলামের সহজতম ইবাদত। জিকির সব অবস্থায় সবখানে সবার করণীয় ইবাদত। কোরআন ও সুন্নাহে এ আমলের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে।

আবু মুসা আশ’আরী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে তার প্রতিপালকের জিকির করে, আর যে করে না, তাদের উপমা হলো জীবিত ও মৃত ব্যক্তি।’ (বোখারি : ৬৪০৭)।

আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমি তোমাদের কি তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাব না, যা তোমাদের মনিবের কাছে সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান-খয়রাত করার চেয়েও বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবিলায় অবতীর্ণ হয়ে তাদের তোমাদের সংহার করা ও তোমাদেরকে তাদের সংহার করার চেয়েও ভালো? তারা বললেন, হ্যাঁ।

তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার জিকির।’ (তিরমিজি : ৩৩৭৭; ইবনে মাজাহ : ৩৭৯০)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত