দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। গতকাল গুজরাট রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৯ বছর বয়সে মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের মৃত্যু নিশ্চিত করে নরেন্দ্র মোদি এক পোস্টে জানান, ‘একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিচ্ছে, মা আমি সর্বদা সেই ত্রিত্ব অনুভব করছি, যার মধ্যে একজন তপস্বীর যাত্রা রয়েছে নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক ও মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একটি জীবন। কিছু প্রকল্প উদ্বোধন করতে পশ্চিমবঙ্গে রাজ্যে এসেছিলেন মোদি, মায়ের মৃত্যুর খবর পেয়ে গুজরাটে ছুটে যান। গত ৪ ডিসেম্বর গুজরাটে বিধানসভা নির্বাচনের সময় নিজ বাড়িতে মায়ের সঙ্গে শেষবার দেখা হয় প্রধানমন্ত্রী মোদির। হীরাবেন প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদির সাথে গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে থাকতেন। গুজরাটে অধিকাংশ সফর চলাকালে মোদি নিয়মিতভাবে তার মায়ের সাথে সময় কাটাতে রায়সানে যেতেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি মন্ত্রীরা একে একে শোক জানাচ্ছেন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতাও শোক জানিয়েছেন। ১৯২৩ সালে গুজরাটে জন্মগ্রহণ করেন হীরাবেন। খবর পিটিআই’র।