গণস্বাস্থ্য কেন্দ্রে নেফ্রোলজি সম্মেলন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
আধুনিক কিডনি চিকিৎসা সম্বন্ধীয় প্রবন্ধ উপস্থাপন এবং কর্মশালার মধ্য দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রে নেফ্রোলজি সম্মেলন অনুষ্ঠিত হয়। গত শুক্রবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে দুইদিনব্যাপী আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডা. হারুন-আর-রশিদ। আয়োজক কমিটির চেয়ারম্যান ও গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের প্রধান নেফ্রোলজিস্ট অধ্যাপক ব্রি. জে. (অব.) মামুন মোস্তাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিউনি ডিজিসেস এন্ড ইউরোলজি এর নেফ্রোলজি অধ্যাপক এবং বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. বাবরুল আলম। দ্বিতীয় দিনে গতকাল ১৪টি সেশনে কিডনি রোগের আধুনিক চিকিৎসা, হেমোডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্ট বিষয়ের উপর প্রায় ৪০জন চিকিৎসক গবেষণাপত্র উপস্থাপন করেন।