ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির কমিটি গঠন

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির (ডিজিএসএস) ২০২৩-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নির্বাচিত কমিটিতে ভোরের দর্পণের সিনিয়র রিপোর্টার এসএম বাবুল হোসেন সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মশিউর রহমান পার্থ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত শনিবার রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে আয়োজিত জরুরি সভায় সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে এ নেতৃত্ব নির্বাচিত হয়।

সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, হলি টাইমসের সম্পাদক শ্যামল কান্তি নাগ ও বাসসের স্টাফ রিপোর্টার বিএম নূর আলম (বাদল নূর)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, সময়ের আলোর স্টাফ রিপোর্টার সমীরণ রায়। বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক শেখ আমিনুল ইসলাম অর্থ-সম্পাদক, বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার তুলনা আফরিন সাংগঠনিক সম্পাদক, কালের কণ্ঠের সহ-সম্পাদক দীপঙ্কর দীপক প্রচার সম্পাদক, দেশ বার্তার বার্তা সম্পাদক নাসির শিকদার জনকল্যাণ সম্পাদক, সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান অপূর্ব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রেডিও টুডের চিফ রিপোর্টার সানজিদা যুথি নারীবিষয়ক সম্পাদক, বাংলাদেশ পোস্টের সিনিয়র ফটো জার্নালিস্ট খন্দকার নাজমুল হাসান দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন বাসসের উপ-বার্তা সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, দৈনিক পূর্বাঞ্চলের ব্যুরো চিফ ও ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, উইকলি সিটিজেনের সিনিয়র রিপোর্টার সেলিম শেখ, নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম, রাইজিং বিডির সিনিয়র স্টাফ রিপোর্টার মাকসুুদুর রহমান, আলোকিত বাংলাদেশের সিনিয়র সাব-এডিটর এটিএম আতিকুর রহমান ও দৈনিক অর্থনীতির কাগজের নির্বাহী সম্পাদক এহছান খান পাঠান। সংবাদ বিজ্ঞপ্তি