ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৯৯৯ নম্বরে ফোন

দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

গতকাল বেলা সাড়ে ১১টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বরিশালের হিজলা থানাধীন মেঘনা নদী থেকে নৌকার একজন যাত্রী ফোন করে জানান, তিনি নৌপথে কুষ্টিয়া থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে হিজলা থানাধীন মেঘনা নদীতে তাদের নৌকায় অন্য নৌকা যোগে একদল ডাকাত হামলা করে তাদের নৌকা আটকে রেখেছে। ৯৯৯ কলটেকার কনস্টেবল অঞ্জন বড়ুয়া কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল অঞ্জন তাৎক্ষণিকভাবে হিজলা থানায় এবং হিজলা নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। সংবাদ পেয়ে হিজলা থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে হিজলা থানার পুলিশ দলের নেতৃত্বে থাকা হিজলা থানার ওসি জনাব মো. ইউনুস মিয়া ৯৯৯ কে জানায়, ঘটনাস্থলে গিয়ে তারা হাতে নাতে রামদা ও অন্য দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. রতন মাঝি, আবুল হোসেন ব্যাপারী, মো. সোহেল চৌকিদার, মো. সবুজ হোসেন হাওলাদার ও মো. সজীব মোল্লা। গ্রেপ্তারকৃতরা সবাই পালপাড়া, হিজলা, বরিশালের অধিবাসী পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত