ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টেন্ডার ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

ডিএসসিসির তিন কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত

ডিএসসিসির তিন কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত

টেন্ডার ও ঘুষ বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিনজন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল সোমবার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষর করা পৃথক তিনটি অফিস আদেশে তিনজনকে চাকরি থেকে অপসারণ করা হয়।

অপসারণকৃতরা হলেন দক্ষিণ সিটির অঞ্চল-১ এর উপ-কর কর্মকর্তা মো. রবিউল করিম খান, ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোর কিপার রুহুল আলম এবং অঞ্চল-৪ এর রেন্ট অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ রমজান আলী।

ডিএসসিসির অপসারণ আদেশে বলা হয়, করপোরেশনের টেন্ডার কাজে ব্যক্তিগতভাবে অর্থ বিনিয়োগসহ বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে রুহুল আলমের বিরুদ্ধে। মোহাম্মদ রমজান আলী অঞ্চল-৪-এ রেন্ট অ্যাসিসটেন্ট পদে কর্মরত থাকাকালীন সময়ে ঘুষ বাণিজ্য থেকে শুরু করে ঠিকাদারদের বিভিন্ন টেন্ডার পাইয়ে দিয়েছেন।

অন্যদিকে রবিউল করিম খান অঞ্চল-১-এ উপকর কর্মকর্তা পদে কর্মরত থাকাকালীন সময়ে ভবন/ স্থাপনার পৌরকর মূল্যায়ন কাজে গ্রাহকদের অবৈধভাবে পৌরকর কমিয়ে দেয়ার সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে আর্থিক সুবিধা গ্রহণসহ বিভিন্ন সময়ে অনিয়মণ্ডদুর্নীতির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত