ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

একই কৃষককে বারবার ঋণ নয়

একই কৃষককে বারবার ঋণ নয়

একই কৃষককে বারবার ঋণ না দেয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে গত রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, কৃষি ঋণ বিতরণের পরিধি একই কৃষকের মধ্যে সীমাবদ্ধ না রেখে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নতুন কৃষককে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিতে হবে। একই সঙ্গে নতুন কৃষককে কী পরিমাণ ঋণ দেয়া হয়েছে, তা ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, অবশ্য যৌক্তিক বিবেচনায় একই পরিবারের একাধিক ব্যক্তিকে কৃষি ও পল্লি ঋণ বিতরণ করা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত