ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আনসার সদস্যদের কাছ থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

আনসার সদস্যদের কাছ থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

নরসিংদীর বড় বাজারে সংঘবদ্ধ ডাকাতের দল ডাকাতি করার উদ্দেশ্যে বাজারে হামলা দিলে বাজার প্রতিরক্ষা বাহিনীর (আনসার) সদস্যদের ওপর চড়াও হয়ে ডাকাত দল আনসার সদস্যদের কাছ থেকে দুটি শটগান ও শটগানের ১০ রাউন্ড কার্তুজ ছিনিয়ে নেয়ার ঘটনায় নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ লুট হওয়া দুটি শটগান ও ২ রাউন্ড শটগানের গুলিসহ (কার্তুজ) আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে। নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, গত ২৭ ডিসেম্বর রাত ১.৩০ মিনিটে নরসিংদীর ঐহিত্যবাহী বড় বাজারের পিয়াজপট্টি এলাকায় আনসার সদস্যদের টহল চলাকালে ১৭ থেকে ১৮ জনের সংঘবদ্ধ দুষ্কৃতকারী টহলরত আনসার সদস্যদের আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে দুই আনসার সদস্যের কাছ থেকে দুটি শটগান ও শটগানের ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়। আনসার সদস্যদের হাত বেঁধে ডাকাত দল পালিয়ে যায়। ঘটনার পর পরই জেলা পুলিশের তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী ও জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আবুল বাসারের নেতৃত্বে ডিবির চৌকস দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট, খুলনাসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাদের স্বীকাররোক্তিতে আনসার সদস্যদের লুণ্ঠিত হওয়া অস্ত্র ও দুই রাউন্ড গুলি (কার্তুজ) আন্তঃজেলা ডাকাত সদস্য মিজানের মামার বাড়ি থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাত সদস্যরা হলেন- মুন্সীগঞ্জ জেলার বানিয়া বাড়ি এলাকার মো. দেওয়ান মিয়ার ছেলে আনোয়ার দেওয়ান, শরীয়তপুর জেলার জাজিরা থানার দাইমুদ্দিন খলিফারকান্দি এলাকার সিরাজ খলিফর ছেলে দেলোয়ার খলিফা, মাদারীপুর জেলার উত্তর কাউয়াকুড়ি এলাকার মৃত ফজলু হাওলাদারের ছেলে কালু হাওলাদার ও তার ভাই ফরিদ হাওলাদার, মাদারীপুর জেলার শিবচর থানার হাওলাদারকান্দি এলাকার আব্দুর রব খা’র ছেলে ফারুক খা, বাগেরহাট জেলার ফকিরহাট থানার বালিয়াডাংগা এলাকার শেখ আব্দুল মালেকের ছেলে শেখ আল মামুন, একই জেলার আফরা এলাকার শেখ মহিউদ্দিনের ছেলে আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাজিবিশারা এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে শফিকুল ইসলাম, শরিয়তপুর জেলার জাজিরা থানার খলিফারকান্দি এলাকার মৃত সিরাজ খলিফার ছেলে মতি খলিফা এবং একই জেলার বিকিনগর মোড়লকান্দি এলাকার নুরুউদ্দিন মোড়লের স্ত্রী আলেয়া বেগম। উল্লেখ্য, গতকাল সোমবার দিবাগত রাতে নরসিংদীর ঐহিত্যবাহী পুরোনো বাজারে (বড়বাজার) সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে বাজারে হামলা চালানোর সময় বাজার প্রতিরক্ষা বাহিনীর (আনসার) সদস্যদের ওপর চড়াও হয়ে ডাকাত দল আনসার সদস্য আনোয়ারুল ও জাফরের কাছে রক্ষিত দুটি শটগান ও শটগানের ১০ রাউন্ড কার্তুজ ছিনিয়ে নিয়ে যায়। প্রতিদিনের মতো জাফর, আনোয়ারুল, আতিক ও রাশেদসহ চার আনসার সদস্য ডিউটিরত ছিলেন। জাফর ও আনোয়ার অস্ত্র ও গুলি হাতে এবং বাকি দুইজন খালি হাতে ডিউটি করছিলেন। রাত ১.৩০ মিনিটের দিকে কিছু লোক ক্যাম্পের দিকে আসতে ছিল। কুয়াশায় দূর থেকে কিছু দেখা না গেলেও সামনে এলে দেখা যায়, সংঘবদ্ধ ডাকাতের ১৬ থেকে ১৭ সদস্য। প্রত্যেকের হাতে ছিল দেশীয় অস্ত্র। কিছু বুঝে ওঠার আগেই তারা আনসার সদস্যদের ঘিরে ধরে এবং সাথে থাকা অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়। এ সময় অপর দুজন পালিয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে রাত ২টার পর জেলা আনসার ক্যাম্প থেকে সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত