ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় মানবকল্যাণ পদক পেল আকবরিয়া

জাতীয় মানবকল্যাণ পদক পেল আকবরিয়া

মানবকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে আকবরিয়া লিমিটেড পেল জাতীয় মানবকল্যাণ পদক। গত সোমবার জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে ঢাকার সমাজসেবা অধিদপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আকবরিয়া লিমিটেডের পক্ষে চেয়ারম্যান হাসান আলী আলালের হাতে এ সম্মাননা পদক তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুসহ মন্ত্রণালয়ের সচীব ও কর্মকর্তারা।

বগুড়ার শতাব্দীর স্বাক্ষর আকবরিয়া গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ১৯১১ সালে কোর্ট অব ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট পায়। তার কিছুদিন আগে থেকেই দুস্থ ও ছিন্নমূলদের মাঝে খাদ্য বিতরণ সেবা চালু ছিল যা অদ্যাবধি দরিদ্র ও ছিন্নমূলদের কথা চিন্তা করে বিনামূল্যে রাতে খাবার পরিবেশন প্রথাটি চলে আসছে। আগে দুই থেকে তিন হাজার লোকের মাঝে খাদ্য বিতরণ করা হলেও বর্তমানে প্রায় দুইশ’ লোককে খাওয়ানো হয়। এছাড়া ঈদ, পূজা, বড়দিন বিভিন্ন ধর্মীয় উৎসবে অনাথ, এতিম, পথশিশুদের উন্নতমানের খাবার পরিবেশন, পূজা, পূর্ববর্তী সময়ে প্রতিষ্ঠানের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বড়দিনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে কেক কর্তন ও মিষ্টি বিতরণ করা হয়। করোনাকালীন সময়ও ছিন্নমূলদের খাবার বিতরণ একদিনের জন্যও থেমে থাকেনি। বিশেষ করে প্রতিষ্ঠানের কর্মচারীদের শিক্ষদানের সুযোগ প্রদানের মধ্য দিয়ে সুযোগ্য করে তোলা এবং প্রতিষ্ঠানে কর্মণ্ডসংস্থানের ব্যবস্থা করা, প্রতিবছর দুই-চারজনকে হজে পাঠানো, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করা, মসজিদ, মাদ্রাসা পরিচালনা করা হয়। ছাত্রছাত্রী, বৃদ্ধ-বৃদ্ধা অর্থাৎ সব বয়সের মানুষের শুদ্ধ উচ্চারণে কোরআন এবং নামাজ শিক্ষার ব্যবস্থা করাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা হয়। এছাড়াও অসহায়দের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে থাকে। আকবরিয়া লিমিটেডের সঙ্গে সংযুক্ত রয়েছে প্রায় দুই হাজার কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা। এই প্রতিষ্ঠানের কর্মচারীদের মেধাবী সন্তানদের লেখাপড়ায় এবং তাদের পরিবারের সদস্যদের অসুস্থতায় আর্থিক সহায়তা প্রদান করে থাকে। শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালীন সময়ে দুস্থদের খাদ্য বিতরণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ বিতরণসহ অসহায় প্রতিবন্ধীদের সহযোগিতায় কোনোভাবেই পিছিয়ে নেই। ভালো কর্ম, কখনোই বিফলে যায় না এরই স্বীকৃতিস্বরূপ জাতীয় মানবকল্যাণ পদক। বগুড়ায় মানবকল্যাণ বিষয়ে প্রথম পদক গ্রহণ করল আকবরিয়া। আকবরিয়ার চেয়ারম্যান হাসান আলী আলাল জানান, যখন সেবা করা শুরু হয়েছে, তখন পুরস্কারের চিন্তা ছিল না। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কাজ করে যাচ্ছি। সমাজের অবহেলিত মানুষকে আলোর পথে নিয়ে যেতেই আমরা কাজ করছি। মানুষকে সেবা করার চেয়ে মহৎ কাজ আর নেই। এটিকে মাথায় নিয়ে মানব সেবায় এই প্রতিষ্ঠান অবদান রেখে যাচ্ছে। আমাদের এ সেবার মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করেছি। এটাই আমাদের পুঁজি। এই পুঁজি নিয়ে পথ চলতে চলতে জাতীয় সমাজ মানবকল্যাণ পদক পাওয়া। এই পদক আমাদের আরো প্রেরণা জোগাবে। আমরা পদক পেয়েছি এটি যেমন সত্য, তেমনি সত্য মানবসেবা। আমাদের পদকের চিন্তা মাথায় কখনো ছিল না। আমরা শুধু সমাজের দায়িত্ব পালন করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত