ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাংবাদিকদের সঙ্গে সংসদে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

সাংবাদিকদের সঙ্গে সংসদে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

জাতীয় সংসদে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে গিয়ে তিনি মতবিনিময় করেন। একাদশ জাতীয় সংসদের ২১তম ও বছরের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী ভাষণ দেয়ার পর রাষ্ট্রপতি সাংবাদিক লাউঞ্জে যান। বিকাল ৫টায় গিয়ে সেখানে তিনি প্রায় ১ ঘণ্টা সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে জমিয়ে আড্ডাও দেন রাষ্ট্রপতি। এরপর তার পক্ষ থেকে সাংবাদিকদের মিষ্টি মুখ করানো হয়। এ সময় তিনি স্পিকার থাকা অবস্থায় জাতীয় সংসদের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন। রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ ভঙ্গিতে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে হাস্যরসে মেতে উঠেন। এ সময় পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা ও কোষাধ্যক্ষ সিরাজুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেবেন আবদুল হামিদ। এদিকে রাষ্ট্রপতি আসবেন বলে এসএসএফের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। প্রত্যেক সাংবাদিক ও আসা ব্যক্তিদের তল্লাশি করা হয়। এ সময় এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ও আতিউর রহমান আতিক এবং সংসদের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত