ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড

ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড

শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ২২ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় ভোলার মেঘনা নদী থেকে জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলী-সংলগ্ন মেঘনা নদীতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক স্টাফ অফিসার (অপারেশন্স), ভোলা লেফটেন্যান্ট এম মমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক বোটটিকে থামার সংকেত দেয়া হলে বোটটি না থেমে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরর্বতীতে কোস্ট গার্ড কর্তৃক বোটটির গতিরোধ করার জন্য পর্যায়ক্রমে চার রাউন্ড ফাঁকা গুলি করা হলে পাচারকারিরা বোটটিকে চরের পাশে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এফবি আবিদ নামক বোটটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১৭ হাজার ৮২৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি, ১৬৬ পিস থ্রি পিস ও ৬ হাজার ৪৪২ পিস মেডিক্যাল আইটেম জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য টাকা ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার মাত্র।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত