ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আওয়ামী লীগের যৌথসভা

কবির বিন আনোয়ারকে পরিচয় করিয়ে দিলেন ওবায়দুল কাদের

কবির বিন আনোয়ারকে পরিচয় করিয়ে দিলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ভাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের যৌথসভায় দেখা গেছে মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে সদ্য বিদায় নেয়া কবির বিন আনোয়ারকে। গতকাল সন্ধ্যা ৭টার কিছু আগে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সভায় তাকে দেখা যায়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার ডান পাশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তার পাশেই বসেছিলেন কবির বিন আনোয়ার। সাবেক এই আমলা আওয়ামী লীগের কোনো পদে নেই। তবুও আওয়ামী লীগের অভ্যন্তরীণ বৈঠকে উপস্থিত থাকেন তিনি। আলোচনা রয়েছে, ক্ষমতাসীন দলের কোনো পদে আসতে যাচ্ছেন কবির বিন আনোয়ার। এই প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সাবেক আমলা কবির বিন আনোয়ারকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কার্যালয়ে নিয়মিত বসতে বলেছেন। নিশ্চয়ই তাকে কোনো বিশেষ দায়িত্ব দেবেন। কী দায়িত্ব দেবেন এখনো আমি জানি না। তিনি বলেন, তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তাকে দায়িত্ব দিলে জানতে পারবেন। এতো তাড়াহুড়া করার কিছু নেই। এর আগে অবসরে যাওয়া এই প্রভাবশালী আমলা গত বুধবার বলেছিলেন, হয়ত এর চেয়েও ভালো অবস্থানে দেখা যাবে তাকে। সেটাই হতে যাচ্ছে। কারণ আওয়ামী লীগের থিঙ্কট্যাংক হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের জায়গায় তিনি আসতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। কারণ অবসরে যাওয়ার পরদিনই তাকে দেখা গেছে শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কবির বিন আনোয়ার কার্যালয়ে যাওয়ার পর আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও তিনি দেখা করেন। এসময় যেখানে এইচটি ইমাম বসতেন সেই রুমেই বসানো হয় সদ্য অবসরে যাওয়া এই কর্মকর্তাকে। বৃহস্পতিবার সন্ধ্যায়ও কবির বিন আনোয়ার কার্যালয়ে যাওয়ার পর আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও তিনি দেখা করেন। এসময় যেখানে এইচটি ইমাম বসতেন সেই রুমেই বসানো হয় সদ্য অবসরে যাওয়া এই কর্মকর্তাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত