দুদকের পদায়ন-বদলিতে সচিবের ‘ক্ষমতায়’ উদ্বেগ টিআইবির

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দুদকের উপ-পরিচালক, সহকারী পরিচালক পদমর‌্যাদার কর্মকর্তাদের পদায়ন ও বদলির ক্ষমতা সচিবকে দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

গত ১৮ ডিসেম্বর দুদকের সচিব মাহবুব হোসেনের সইয়ে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ বিষয়ে অফিস আদেশ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আদেশে উপ-পরিচালক, সহকারী পরিচালক ও সমমনা কর্মকর্তাদের বদলি ও পদায়নের ‘পূর্ণ ক্ষমতা’ দুদক সচিবের হাতে দেয়া হয়েছে। এছাড়া চাকরি স্থায়ী বা নিয়মিতকরণের ‘পূর্ণ ক্ষমতাও’ থাকছে সচিবের কাছে।

এ সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে শনিবার পাঠানো টিআইবির বিবৃতিতে বলা হয়, এর ফলে দুর্নীতি প্রতিকারে কমিশনের ক্ষমতা পদদলিত হওয়ার ভয়ানক শঙ্কা তৈরি হয়েছে। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলে বলেন, “সংশ্লিষ্ট আইন অনুযায়ী দুদকের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যান ও তার নেতৃত্বে কমিশনারদের হাতে অর্পিত এই প্রতিষ্ঠানের মূল ম্যান্ডেট-সংক্রান্ত উক্ত নির্বাহী ক্ষমতা ঢালাওভাবে সচিবের হাতে অর্পণের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কী প্রক্রিয়ায়, কোন যুক্তিতে হলো? কমিশনের ক্ষমতা খর্ব হবার শঙ্কার বিষয়টি কতটা বিবেচিত হয়েছে? সিদ্ধান্তটি কি কমিশন কর্তৃক সজ্ঞানে গৃহীত, নাকি এতদিন ‘নখদন্তহীন বাঘ’ হিসেবে কথিত এই গুরুত্বপূর্ণ সংস্থাকে বাস্তবে রূপান্তর করার এক অশুভ প্রয়াসের ফসল, এমন প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক।

এসব প্রশ্নের যৌক্তিক উত্তর পাওয়া জরুরি মন্তব্য করে তিনি বলেন, বিশেষ করে কমিশন কেন নিজের হাতে থাকা উক্ত ক্ষমতাসহ আরও কতিপয় গুরুত্বপূর্ণ এখতিয়ার সচিবের তথা আমলাতন্ত্রের হাতে নিরঙ্কুশভাবে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিল? সেটিরও স্পষ্টীকরণ প্রয়োজন ।