ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

১০ ঘণ্টা পর সেই দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু

১০ ঘণ্টা পর সেই দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু

ঢাকার ধামরাইয়ের ইসলামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর মারা গেছে দগ্ধ শিশু মরিয়ম। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, ধামরাই থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে এসেছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে শিশু মরিয়ম মারা যায়। তার শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ আরো চারজনের চিকিৎসা চলছে। এর আগে ৭ জানুয়ারি ভোরের দিকে এ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. মনজুরুল ইসলাম, জোসনা বেগম, সাদিয়া আক্তার, হোসনে আরা হোসনা ও মরিয়ম। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায়। নিহতের চাচা সাদ্দাম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আমার ভাতিজি গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বাকিরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত