ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাড়ির কাগজপত্রের বর্ধিত নবায়ন ফি প্রত্যাহারের দাবি

গাড়ির কাগজপত্রের বর্ধিত নবায়ন ফি প্রত্যাহারের দাবি

গাড়ির কাগজপত্রের বর্ধিত নবায়ন ফি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। গতকাল সোমবার সংবাদ মাধ্যমে সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসেন আহাম্মেদ মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পণ্য পরিবহণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দেশের জন্য অপরিহার্য শিল্প। এই শিল্পের স্থিতিশীলতা ও উন্নয়ন দেশের স্বার্থে ও দেশের উন্নয়নের স্বার্থে সবার বিবেচনায় রাখা জরুরি। যখন জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত কারণে এবং আমদানি ও রপ্তানি কমে যাওয়ায় এই শিল্পে স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি বিপর্যয়কর অবস্থা বিরাজ করছে; এমন সময় কোন যুক্তিতে, কার স্বার্থে হঠাৎ করে কোনো আলোচনা ছাড়া গাড়ির ডিজিটাল রেজিস্ট্রেশন ফি ৩৪৫ এর স্থলে ৫৭৫ টাকা, কনট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাডভান্স ফান্ড ৮৬৯ টাকা, ফিটনেস ১ হাজার ৬০৫ টাকার স্থলে ২ হাজার ৬৯৭ টাকাসহ যাবতীয় কাগজপত্রের ফি বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত