ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বশেমুরকৃবির নতুন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

বশেমুরকৃবির নতুন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন চালুকৃত এগ্রিমেটিওরোলজি বিভাগে এমএস প্রোগ্রাম চালুর বিষয়ে কনসালটেশন কর্মশালা গতকাল মঙ্গলবার, বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন, প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন এগ্রিমেটিওরোলজি বিভাগের প্রধান প্রফেসর নাসিমুল বারী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এগ্রো-মেটিওরোলজিক্যাল ইনফরমেশন সিস্টেম্স ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক ড. মো. শাহ কামাল খান প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত