ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে প্রথমবারের মতো যুক্ত হলো ট্রান্সজেন্ডার/হিজড়া কোটা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত হয় বলে কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। সভা সূত্রে জানা যায়, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপারসন তাওহিদা জাহান এ কোটা যুক্ত করার প্রস্তাব তোলেন। পরে উপাচার্যের সম্মতিক্রমে সিদ্ধান্তটি গৃহীত হয়। তাওহিদা জাহান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট ভর্তি পরীক্ষায় কোটা হিসেবে ট্রান্সজেন্ডার/হিজড়া কোটা যুক্ত করার সিদ্ধান্ত একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ট্রান্সজেন্ডার ও হিজড়া সম্প্রদায়ের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হবে।