ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতিসংঘ মহাসচিবের আহ্বান

মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে হবে

মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে হবে

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ সনদের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ এবং বিশেষ করে আইনের শাসন সমুন্নত রাখার জন্য সব সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ প্রধান বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, ‘প্রথমত ও সর্বাগ্রে, আমি সকল সদস্য রাষ্ট্রকে জাতিসংঘ সনদ এবং মানবাধিকারের সার্বজনীন ঘোষণার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় আইনের শাসন জোরদার করা জরুরি। খবর বিবিসির।

জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা উল্লেখ করেন, আইনের শাসন ‘জাতিসংঘের জন্য এবং আমাদের শান্তির মিশনের ভিত্তি’। তিনি বলেন, আইনের শাসন দুর্বলদের রক্ষা করে এবং বৈষম্য, হয়রানি এবং অন্যান্য অপব্যবহার প্রতিরোধ করে। গুতেরেস বলেন,‘আমরা অনাচারের শাসনের মারাত্মক ঝুঁকিতে আছি। জাতিসংঘ মহাসচিব বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সংঘাত, বিপর্যয় ও সংকট ছাড়াও আরও অনেক কিছুর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সম্ভব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত