ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানকে সংবর্ধনা

সিরাজগঞ্জে আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানকে সংবর্ধনা

সিরাজগঞ্জের কৃতী সন্তান আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার অপুকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকালে শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি কবির বিন আনোয়ার অপু বলেছেন, একটি কুচক্রী মহল যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে তারা আবার মাথাচারা দেয়ার চেষ্টা করছে। তারা বার বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগসহ বাংলার মানুষকে এ স্বাধীনতা বিরোধী চক্রকে মোকাবিলা করতে হবে। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ৮০০ ডলার। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এমডিজি, এসডিজি’র সকল সূচক পূরণ করেছে। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। তবেই ২০৪১ সালে এ দেশ উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশে পরিণত হবে। এজন্য রাজনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব এবং নিজ জেলার ৬ আসনেই আওয়ামী লীগকে বিজয়ী করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের গণজোয়ার বইছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। সেই সঙ্গে দলকে আরো সুসংঘটিত করতে হবে। আমাকে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তাঁকে আমার পরিবার এবং সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি। জেলা আওয়ামী লীগের আয়োজনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরী, ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্রমুখ। এর আগে নির্বাচন পরিচালনার কো-চেয়ারম্যান কবির বীন আনোয়ার অপুকে জেলার সব উপজেলার তৃণমূলের নেতাকর্মীরা, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ও সর্বস্তরের জনসাধারণ ফুলেল শুভেচ্ছা এবং গণসংবর্ধনা দেয়া হয়েছে। এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত