ডিএসসিসি

বাজার প্রতিষ্ঠায় লাগবে লাইসেন্স

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বেসরকারি বাজার নিয়ন্ত্রণ এবং তদারকি নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, ওই এলাকায় বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য ডিএসসিসি থেকে লাইসেন্স নিতে হবে। এজন্য সংস্থাটিকে নির্ধারিত ফি দিতে হবে। গত ১২ জানুয়ারি এ প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। গতকাল রোববার প্রজ্ঞাপনের কপি পেয়েছে ডিএসসিসি। এ আইনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা) প্রবিধানমালা-২০২২ নামে অভিহিত হবে। প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য কেউ আবেদন করলে ১৫ কার্যদিবসের মধ্যে করপোরেশনের সম্পত্তি বিভাগ আবদেনপত্র যাচাই-বাছাই করবে। পরে বাজার প্রতিষ্ঠা, পরিচালনা করার সম্ভাব্যতা ও যৌক্তিক সারসংক্ষপে বেসরকারি বাজার ব্যবস্থাপনা কমিটির কাছে উপস্থাপন করবে। বাজার কমিটি তিন কার্যদিবসের মধ্যে করপোরেশনের কাছে আবেদন পাঠাবে। পরে ১৫ কার্যদিবসের মধ্যে করপোরেশন সিদ্ধান্ত জানাবে। আবেদন মঞ্জুর হলে লাইসেন্স ফি জমা দিয়ে প্রয়োজনীয় শর্ত মেনে লাইসেন্সের জন্য আবেদন করবে। এ লাইসেন্সের মেয়াদ হবে এক বছর। লাইসেন্সের জন্য আবেদন ফি ৫০০ টাকা। লাইসেন্স নবায়ন ফিও ৫০০ টাকা করে লাগবে। এ কার্যক্রম বাস্তবায়ন বা পরিচালনার জন্য বেসরকারি বাজার পরিচালনা কমিটি রূপরেখাও দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ কমিটিতে একজন সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সদস্য সচিব, একজন অর্থসম্পাদক ও তিনজন সদস্য থাকবেন। ডিএসসিসির রাজস্ব বিভাগের এক কর্মকর্তা জাগো নিউজকে জানান, ডিএসসিসি এলাকায় প্রায় ৪০০ কাঁচাবাজার রয়েছে। প্রবিধানের অভাবে এতদিন রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে শৃঙ্খলা ফেরানো কষ্টসাধ্য ছিল। অথচ স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী এর নিয়ন্ত্রণ সিটি করপোরেশনের দায়িত্ব।