পুলিশ দায়িত্বপালনে বিপদে পড়লে পাশে থাকব
বললেন ডিএমপি কমিশনার
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পুলিশ সদস্যরা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বিপদে পড়লে বা ব্যক্তিগত কিংবা পারিবারিক সমস্যায় সবসময় তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে সর্বস্তরের পুলিশ সদস্যদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় এ কথা বলেন তিনি।
খন্দকার গোলাম ফারুক বলেন, কনস্টেবল থেকে কমিশনার সবাই মিলে আমরা টিম ডিএমপি। তোমাদের কষ্ট দেখে আমাদের কাজ করার সুযোগ নেই। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো বিপদ-আপদ এলে বা ব্যক্তিগত কিংবা পারিবারিক সমস্যায় সবসময় পাশে থাকব।
ডিএমপি কমিশনার আরও বলেন, তোমাদের কাছে একটাই চাওয়া, পুলিশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে দুই কোটি নগরবাসীর নিরাপত্তা সবাই মিলে আমরা নিশ্চিত করব। নিরাপত্তা দেয়ার বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম। এছাড়া ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের সাংগঠনিক কাঠামো ও দৈনন্দিন কর্মযজ্ঞ উপস্থাপন করেন তিনি।