ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শূন্যরেখায় রোহিঙ্গা শিবিরে আগুন পুড়ল ৫০০ ঘর

শূন্যরেখায় রোহিঙ্গা শিবিরে আগুন পুড়ল ৫০০ ঘর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তের শূন্যরেখায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ছাড়া আগুনে ওই সীমান্তে শূন্যরেখায় রোহিঙ্গা শিবিরের আনুমানিক ৫০০ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে বসবাস করা রোহিঙ্গারা বাংলাদেশ-মিয়ানমারের ভেতরে আশ্রয় নিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে শূন্যরেখা এলাকায় গোলাগুলির শব্দ পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। এর আগে গতকাল বুধবার এই শূন্যরেখার মিয়ানমার অংশে দিনভর গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আর দুজন গুলিবিদ্ধ হয়েছিলেন।

এ বিষয়ে তুমব্রু সীমান্তের শূন্যরেখা রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, গতকাল বৃহস্পতিবার সকালেও এখানে গোলাগুলি হয়েছে। আগুনে আমাদের শিবিরের ৬২১টি পরিবারের মধ্যে আনুমানিক ৫০০ বসতঘর পুড়ে গেছে। এসব লোকজন অধিকাংশ মিয়ানমার সীমানার ভেতরে আশ্রয় নিয়েছে। আবার কিছু মানুষ বাংলাদেশেও আশ্রয় নেয়। মূলত শূন্যরেখা থেকে শিবিরটি উচ্ছেদ করতে একটি সশস্ত্র গ্রুপ আগুন ধরিয়ে দেয়। সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন, তুমব্রু সীমান্তে কোনারপাড়া শূন্যরেখা রোহিঙ্গা শিবির এলাকায় মিয়ানমারের দুই সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে বৃহস্পতিবার সকালেও গোলাগুলির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে শিবিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে রোহিঙ্গাদের ৫০০ বসতঘর পুড়ে যায়। ফলে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশে বেশকিছু রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত