ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ক্ষুদে ডাক্তাররা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবে ফেব্রুয়ারিতে

ক্ষুদে ডাক্তাররা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবে ফেব্রুয়ারিতে

আগামী ৫ থেকে ১১ ফেব্রুয়ারি ক্ষুদে ডাক্তাররা ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রমে অংশ নেবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ নির্দেশ দিয়েছে। নির্দেশনায় দেশের সব জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এতে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অধীন ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের অধীনে গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ থেকে ১১ ফেব্রুয়ারি মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার দ্বারা ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট কিছু শিক্ষার্থীকে নিয়ে ক্ষুদে ডাক্তার দল গঠন করবে। ওই ডাক্তার দল স্বাস্থ্য পরীক্ষার একটি অভিনব কার্যক্রম পরিচালনা করবে। এতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। এর মাধ্যমে দলগতভাবে কাজ করার এমনকি সুশৃঙ্খলভাবে জীবন গড়ার সুযোগ রয়েছে। এ কার্যক্রম পালনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন জেলা শিক্ষা অফিসাররা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত