দক্ষ জনবল গড়তে ভূমিকা রাখবে সিবিইউএফটি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির মাধ্যমে গত বছরের ২৪ অক্টোবর চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি) অনুমতি লাভ করে। পোশাক খাতে দক্ষ জনবল গড়তে বিরাট ভূমিকা পালন করবে প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পোশাক খাতে দক্ষ জনবল গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে বিজিএমইএ। তার জন্য দেশের বিভিন্ন জায়গায় গড়ে তোলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে  বিজিএমইএ’র ইনসস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিআইএফটি) একটি। যেখানে ৫ হাজার ছাত্রছাত্রী ডিপ্লোমা এবং অ্যাপারেল মার্সেন্ডাইজিং এ সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে দেশের এবং দেশের বাইরে পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) অনুমতি লাভ করে ২০২২ সালের ২৪ অক্টোবর। এরই মধ্যে ৫ শতাধিক ছাত্রছাত্রী স্নাতক ডিগ্রি অর্জন করে পোশাক শিল্পের বর্তমান দক্ষ ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেছে।