ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইইউভুক্ত দেশে বাজার

সুবিধা অব্যাহত রাখতে ফ্রান্সের আশ্বাস

সুবিধা অব্যাহত রাখতে ফ্রান্সের আশ্বাস

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে ২০২৯ এর পরে বাজার সুবিধা অব্যাহত রাখতে বাংলাদেশের অনুরোধ সক্রিয়ভাবে বিবেচনা করবে ওই জোটের গুরুত্বপূর্ণ সদস্য ফ্রান্স। বৃহস্পতিবার দুই দেশের মধ্যে প্রথম রাজনৈতিক সংলাপে বিষয়টি উত্থাপিত হলে নতুন রেগুলেশনের অধীনে জিএসপি প্লাস সুবিধা পেতে বাংলাদেশের প্রস্তাবের বিষয়ে আশ্বস্ত করে ফ্রান্স। বৈঠকে দুই দেশের রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধিসহ বাণিজ্য সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা, বিজ্ঞান সহযোগিতাসহ অন্য বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। খাদ্য ও কৃষি-প্রক্রিয়াজাতকরণ শিল্প, আধুনিক উৎপাদনশীল শিল্প, ইলেক্ট্রনিক্স, চামড়া, গাড়ি শিল্প ও ওষুধ খাতে বিনিয়োগের আহ্বান জানায় বাংলাদেশ। এভিয়েশন নিরাপত্তা ও সমুদ্র বিষয়ে সচেতনতা সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে সুযোগের সম্ভাবনা নিয়ে উভয়পক্ষ একমত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিম ইউরোপের মহাপরিচালক কাজি রাসেল পারভেজ ও ফ্রান্সের পক্ষে এশিয়া বিষয়ক পরিচালক বার্ট্রান্ড লরথোলারি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত