মেরিনারগণ প্রিয়জন তথা পরিবারের মায়া ত্যাগ করে দুঃসাহসিক পেশায় নিয়োজিত হয়ে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে যে অসামান্য অবদান রাখেন, তা ত্যাগের মহিমায় যেমন অনন্য তেমনি ব্যাপক সম্মানেরও। তাদের এই অবদানকে স্যালুট জানাই। বাংলাদেশ মেরিনার্স সোসাইটির বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে ‘মেরিনার্স সোসাইটির পুনর্মিলনী-২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।
সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, বারিধারা ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মেরিনার্স সোসাইটির (বিএমএস) প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এমএ রশিদ। অনুষ্ঠানে বিএমএস উপদেষ্টা ও শিপিং করপোরেশনের প্রাক্তন মহাপরিচালক ক্যাপ্টেন শফিকুল্লাহ্, বিএমএস সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান ঢালী ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রইস উদ্দিনসহ বিএমএস’র সকল সদস্য, তাদের পরিবারবর্গ ও অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য, স্বাগত বক্তব্য, বিএমএস সোসাইটির অতীত কার্যক্রম ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন ও জনপ্রিয় সংগীত শিল্পী বেলি আফরোজ ও সাউথ পয়েন্ট কলেজের কালচারাল ফোরামের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান।