ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উলিপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

উলিপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম সে একই এলাকার মৃত ফাকু শেখের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। গতকাল শুক্রবার সকালে ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুড়িগ্রাম সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম। এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের তিনটি টিম কাজ করছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে। কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অপরাধীরা যে-ই হোক, ধরা তাকে পড়তেই হবে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত