গীতিকবি সংঘের উপদেষ্টা আশেক মাহমুদ আর নেই

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আশি নব্বই দশকের অন্যতম গীতিকবি এবং গীতিকবি সংঘ বাংলাদেশের উপদেষ্টা সৈয়দ আশেক মাহমুদ আর নেই। গতকাল ভোরে তিনি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংঘের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। গতকাল আসর নামাজের পর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গীতিকবির জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। তপন চৌধুরীর গাওয়া বিখ্যাত গান ‘আমি সবকিছু ছাড়তে পারি’-এর গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ। তার লেখা আরও কিছু গান হলো- রবি চৌধুরীর গাওয়া ‘পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি’, শুভ্র দেবের গাওয়া-‘ও বেহুলা বাঁচাও’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘মুক্তিযুদ্ধ করেছি আমরা দূরন্ত’ প্রভৃতি। গানগুলোর সুরকার প্রণব ঘোষ। এছাড়া রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ দেশের আরও অনেক শিল্পীর জন্য গান লিখেছেন আশেক মাহমুদ।