ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানুষকে বেশি বেশি কল্পনা করতে হবে

বলেছেন জাফর ইকবাল
মানুষকে বেশি বেশি কল্পনা করতে হবে

শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ঢাকার স্কুলগুলোতে শিশুদের খেলার মতো কোনো মাঠ নেই। স্কুলের নিচেই আছে কাবাবের দোকান। কিন্তু গ্রামাঞ্চলের স্কুলগুলো খুবই চমৎকার। কত সুন্দর মাঠ, কত সুন্দর স্কুল।

গতকাল শনিবার বেলা ১১টার দিকে নেত্রকোনা সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উজ্জীবিত নেত্রকোনা আয়োজিত প্রাথমিক শিক্ষার্থীদের নিবিড় পরিচর্যা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, একমাত্র মানুষই কল্পনা করতে পারে। গরু কখনো কল্পনা করতে পারে না। তাই মানুষকে বেশি বেশি কল্পনা করতে হবে এবং বই পড়তে হবে। তবে বই পড়া সোজা বিষয় নয়। কারণ বই পড়তে হলে প্রথমেই বইটা খুলে সামনে ধরতে হয়। তারপর লেখাগুলো দেখা যায়। কিন্তু যারা লেখাপড়া জানে না, তারা কিছুই বুঝবে না। তোমরা তো লেখাপড়া শিখেছো। তাই তোমারা সেটা বুঝবে। বইয়ের লেখাগুলো প্রথমেই তোমাদের চোখে ঢুকবে। তারপর নার্ভ দিয়ে মস্তিষ্কে ঢুকে এনালাইসিস করে তোমাদের বিষয়টা বুঝাবে। তবে তোমরা সেটা টের পাচ্ছো না। আর এ জন্যই চিন্তা করতে হয় এবং কল্পনা করে বুঝতে হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত