ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

১১ বছর পর গ্রেপ্তার হিযবুত তাহরীর নেতা তৌহিদ

১১ বছর পর গ্রেপ্তার হিযবুত তাহরীর নেতা তৌহিদ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান ওরফে তৌহিদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার সকালে র‍্যাব-২ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুল হক এ তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তার তৌহিদ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার তোফাজ্জল হোসেনের পুত্র। তাকে শনিবার রাতে র‍্যাব-২ এর একটি দল যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে এএসপি ফজলুল হক বলেন, গ্রেপ্তার তৌহিদ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুন্যালের ইস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক জঙ্গি আসামি। সে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিগত ১১ বছর যাবৎ আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল। তিনি জানান, গ্রেপ্তারকৃত তৌহিদুর রহমান তৌহিদ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিটিং করে হিজবুত তাহরীর লিফলেট এবং পোস্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে আসছিল। এছাড়া সে মাদ্রাসা ও স্কুলের ছাত্রসহ তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে। সে গণতন্ত্রকে ভাইরাস আখ্যা দিয়ে খেলাফত প্রতিষ্ঠার কাজ করতো।

ফজলুল হক বলেন, গ্রেপ্তার তৌহিদ রাজধানীর হাজারীবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় ও চার্জশিটভুক্ত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ পর্যায়ের নেতা। সে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিগত ১১ বছর যাবৎ আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম অবাধে চালিয়ে আসছিল। এছাড়া সে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন ফেরারি আসামি। সে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে বিগত দিনগুলোতে বিভিন্ন উপায়ে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করত। গ্রেপ্তার জঙ্গি নেতা তৌহিদকে জিজ্ঞাসাবাদ শেষে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত