ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তুমব্রু সীমান্ত থেকে পরিত্যক্ত ১৯টি কার্তুজ উদ্ধার

তুমব্রু সীমান্ত থেকে পরিত্যক্ত ১৯টি কার্তুজ উদ্ধার

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত থেকে পরিত্যক্ত ১৯টি কার্তুজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি)। গতকাল রোববার বিকাল ৫টার দিকে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশসহ কালভার্ট সংলগ্ন একটি বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের তৈরি ১৯টি তাজা কার্তুজ উদ্ধার করে। সংশ্লিষ্টদের ধারণা সীমান্ত এলাকার কেউ অবিস্ফোরিত কার্তুজগুলো লুকায়িত অবস্থায় রেখেছিল যা পরবর্তীতে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার করত।

পোস্টার লাগানোর একদিন পর আরসা সন্ত্রাসীদের গোলাগুলি : রোহিঙ্গা ক্যাম্পে আরসার ২৮ সন্ত্রাসীর ছবিসহ পোস্টার লাগানোর একদিন পার না হতেই গোলাগুলির ঘটনা ঘটেছে আজ। তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গতকাল রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ক্যাম্প ১৮ এর এইচ ৫৬ ব্লকে এ ঘটনা ঘটেছে। সূত্রে জানা গেছে, রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা কর্তৃক ২০-২৫ সদস্যদের একটি দল আকস্মিক প্রবেশ করে ১৫/২০ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ ব্যাপারে ক?্যাম্প ১৮ এর ব্লক মাঝি মোসতাক ও মাঝি ইমাম হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ক?্যাম্পের ইসলামি মাহাজের মৌলভি রফিক ও কাদেরের উপর হামলা করতে আসে সন্ত্রাসীরা। তাৎক্ষণিক খবর পেয়ে ৮ এপিবিএন ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এমনটি জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত