ভাসানচরে আরও ৩৫৭ রোহিঙ্গা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

পঞ্চদশ ধাপে কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন আরও ৩৫৬ জন রোহিঙ্গা। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণকেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ?দাঁড়াল ৩০ হাজার ৪৩৫ জনে। গতকাল রোববার বিকালে নৌবাহিনীর দুইটি জাহাজযোগে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছান। নৌবাহিনী সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তত্ত্বাবধানে কক্সবাজার থেকে বানৌজা টুনা ও বানৌজা তিমির মাধ্যমে ৩৫৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়। রোববার বিকালে রোহিঙ্গাদের জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে ৯০ ও ৯৬নং ক্লাস্টারে বসবাসের জন্য হস্তান্তর করা হচ্ছে। নৌ বাহিনীর ভাসানচর ক্যাম্পের অফিসার ইনচার্জ লেফটেন্যান্ট হাসেম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।