রাজধানীতে বাসচাপায় ছাত্রী নিহত
২৯ জানুয়ারি পর্যন্ত সময় দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভাটারায় ভিক্টর ক্ল্যাসিকের বাসচাপায় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাদিয়া আক্তার নিহতের ঘটনায় ৪ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা সোয়া ১২টার দিকে উত্তরা দক্ষিণখান আশিয়ান সিটির নর্দান বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলা ফুট ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের চেষ্টাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দর ও কালা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুর একটার দিকে পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে, তারা কালার রেলগেট এলাকায় গিয়ে আন্দোলন চালান। শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা। বিমানবন্দরে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বাসচাপায় শিক্ষার্থী নাদিয়া নিহতের ঘটনায় চার দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এরই মধ্যে বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপরও শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। পুলিশ বুঝিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে। উত্তরা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের টঙ্গী থেকে কাওলা পর্যন্ত এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী উড়াল সেতু থেকে কাওলা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরে শিক্ষার্থীদের পুলিশ রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। এখন যানচলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছাড়লে বিমানবন্দর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দাবি পূরণের আশ্বাস পেয়ে সড়ক ছেড়েছেন নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় আন্দোলনে নামা শিক্ষার্থীরা। পুলিশের আশ্বাসে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছাড়লে বিমানবন্দর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আশরাফুল বলেন, আমাদের ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়ন হবে বলে পুলিশ জানিয়েছে।