ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আইনজীবীদের কড়া বার্তা দিলেন হাইকোর্ট

আইনজীবীদের কড়া বার্তা দিলেন হাইকোর্ট

সকালেই হাইকোর্টে হাজির হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ২১ আইনজীবী। এদিন তাদের তলব অনুযায়ী হাজিরের দিন নির্ধারণ ছিল। জেলা জজ বেগম শারমিন নিগারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেয়ার বিষয়ে ব্যখা দিতে হাইকোর্টে এসেছিলেন। শুনানিতে আদালত বলেছেন, সেদিন আইনজীবীদের ভাষা ছিল অশ্লীল। অল্প শিক্ষিত মানুষ এমনকি কমলাপুরের কুলিরাও এ ধরনের ভাষা ব্যবহার করে না। এ সময় উচ্চ আদালতের ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে আদালত বলেন, দেশের আইনজীবীদের হাইকোর্টের মেসেজ জানিয়ে দেবেন- আদালত অবমনা করলে, বিচারকদের সঙ্গে অসদাচারণ করলে কোনো ছাড় দেয়া হবে না। আমরা কিন্তু আইনজীবীদের সনদ আজীবনের জন্য বাতিল করতে পারি। আবার নমনীয়ও হতে পারি। এটাই আমাদের মেসেজ। গতকাল সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত