ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউিটের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. হাফিজুল ইসলামের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
গত সোমবার এক শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক মো. হাফিজুল ইসলাম ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। অত্যন্ত বিনয়ী, সজ্জন ও নিষ্ঠাবান এই অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউিটের সাবেক পরিচালক। তিনি ইনস্টিটিউিটের সার্বিক উন্নয়নে অসাধারণ অবদান রেখে গেছেন। শিক্ষার্থীবান্ধব ও সমাজসেবী এই গুণী শিক্ষক বাংলাদেশে সমাজকল্যাণ বিষয়ে শিক্ষা ও গবেষণার প্রসারে অনন্য ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অধ্যাপক মো. হাফিজুল ইসলাম গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।