ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

৪ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

৪ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

গ্যাস, তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও সব রাজবন্দির মুক্তির দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ১৪ দফা কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সমাবেশ শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই ঘোষণা দেন। মান্না বলেন, একটা কর্মসূচির পর আরেক কর্মসূচি আসে। আমরা আসি, যাই, আাবার আসি। কিন্তু প্রতিটি কর্মসূচিই একটির চেয়ে আরেকটি আরও শক্তিশালী আরও সাহস সঞ্চার করে। আগামীতে আমরা আবারও রাস্তায় আসব আরও শক্তি সঞ্চার করে। সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দমন, শোষণ ও কণ্ঠ রোধ করে পুরো দেশটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ সরকার। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, স্বৈরাচারী একদলীয় শাসক জনগণের অধিকার পদদলিত করে যে শাসন চালায়, তা টেকে না। গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের হাত থেকে আমাদের দেশ ও দেশের মুক্তি ছিনিয়ে আনতে হবে। এ সময় আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত