জরিপ, গবেষণা বা বিভিন্ন ধরনের সেবা দেয়ার সময় মানুষের যে সব ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়ে থাকে, সেগুলোকে সুরক্ষা দিতে শিগগিরই ‘উপাত্ত সুরক্ষা আইন-২০২২’ কার্যকর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আইনটি বাস্তবায়ন হলে দেখা যাবে যে অন্য দেশও আমাদের অনুসরণ করছে। তবে, সোশ্যাল মিডিয়া বা প্রেস মিডিয়ার সঙ্গে উপাত্ত সুরক্ষা আইনের কোনো সম্পর্ক নেই বলেও জানান পলক। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জুনাইদ আহমেদ পলক বলেন, অনতিবিলম্বে আমরা উপাত্ত সুরক্ষা আইন প্রণয়নের সব ব্যবস্থা গ্রহণ করেছি। এটি নিয়ে ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয়ের মিটিং হয়েছে। আশা করছি আমরা অল্পদিনের মধ্যেই মন্ত্রিসভায় আমাদের প্রস্তাবিত আইনটি তুলে ধরতে পারব। আইনটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, উপাত্ত সুরক্ষা আইন নিয়ে বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা থেকে যেসব আপত্তি আমরা পেয়েছি, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সংশোধিত আকারে নিয়ে এসেছি।