ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘কাউকে কোনো মুচলেকা দেয়নি হেফাজত’

‘কাউকে কোনো মুচলেকা দেয়নি হেফাজত’

রাজনীতি না করার বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ কাউকে কোনো মুচলেকা দেয়নি বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। তিনি বলেছেন, আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানান হেফাজত মহাসচিব। তিনি বলেন, কয়েকটি গণমাধ্যমে হেফাজতকে জড়িয়ে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে হেফাজতে ইসলাম সরকারের কাছে মুচলেকা দিয়েছে। এছাড়া এসব প্রতিবেদনে দাবি করা হয়, হেফাজত রাজনীতি না করার বিষয়ে সরকারকে প্রতিশ্রুতি দিয়েছে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) হেফাজতকে প্রতিষ্ঠাই করেছিলেন অরাজনৈতিক ও ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন হিসেবে। হেফাজত কোনোকালেই নিজেদের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট করেনি, আগামীতেও করবে না। যেহেতু হেফাজত অরাজনৈতিক সংগঠন এবং অতীতেও রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, তাই নতুন করে কারও কাছে রাজনীতির সঙ্গে জড়িত না হওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেয়ার প্রশ্নটাই অবান্তর। আল্লামা সাজিদুর রহমান বলেন, হেফাজতে ইসলাম কারও কাছেই কোনো রকম মুচলেকা দেয়নি, দেবেও না। হেফাজতের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে হেফাজতের পক্ষ থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় সমস্যা, ইসলাম ও মহানবী (সা.) নিয়ে কটূক্তিকারীদের শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস করা, কারাবন্দি আলেম-ওলামাদের মুক্তি ও কাদিয়ানিদের অপতৎপরতা বন্ধের দাবিসহ সাত দফা দাবি জানানো হয়েছে। সেখানে কোনো বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হয়নি, মুচলেকার তো প্রশ্নই আসে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত