ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শাহবাগে সমাবেশ

চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ করার দাবি

চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ করার দাবি

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ করার দাবিতে শাহবাগে আবারও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুর ২টা থেকে শাহবাগ জাদুঘরের সামনের সড়কে এই সমাবেশ করেন তারা। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা কলেজ ও তিতুমীর কলেজসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে বক্তারা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। এছাড়া চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে ল কমপ্লেক্স, বঙ্গবন্ধু চেয়ার ও এক মুর‍্যাল স্থাপনের দাবি জানানো হয়। গত কয়েক বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত