ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি গার্মেন্ট শ্রমিকদের

ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি গার্মেন্ট শ্রমিকদের

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রম মন্ত্রণালয়ে স্মরকলিপি পেশের আগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এ দাবি জানান। গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।

তাদের অন্যান্য দাবি হলো নতুন মজুরি ঘোষণার আগে ৬০ শতাংশ মহার্ঘভাতা চালু করতে হবে; নিত্যপ্রয়োজনীয় দ্রব্য রেশন কার্ডের মাধ্যমে বিতরণের লক্ষ্যে স্থায়ীভাবে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে; সব শ্রমিক এলাকায় শ্রমিকদের জন্য চিকিৎসা, শিক্ষাব্যবস্থা নিশ্চিতে সরকার ও মালিককে উদ্যোগ নিতে হবে; বাধ্যতামূলক অংশীদারিত্বমূলক প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে; প্রতি বছর মূল মজুরির ১০ শতাংশ ইনক্রিমেন্ট দিতে হবে; শ্রমিক ও শিল্প স্বার্থে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে করতে হবে; সোয়েটার ও পিছ রেটে কর্মরত শ্রমিকদের কাজের আগে মজুরি নির্ধারণ করতে হবে; শ্রমিক ছাঁটাই করা যাবে না ও ইতোপূর্বে ছাঁটাই করা বেকার শ্রমিকদের জীবিকা ভাতা দিতে হবে। সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করে মজুরি বোর্ড গঠন করা হয়েছিল। এরপর ৫ বছর অতিবাহিত হলেও শ্রমিকদের মজুরি বাড়িয়ে নতুন মজুরি বোর্ড গঠনের কোনো উদ্যোগ নেয়া হয়নি। অথচ এই সময়ে তেল, গ্যাস, পানিসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। তাই শ্রমিকদের মজুরি বাড়ানো এখন সময়ের দাবি। মজুরি বাড়লে শুধু শ্রমিকদেরই লাভ হবে না বরং কারখানা মালিক থেকে শুরু করে বৈদেশিক আয় বাড়বে। এতে দেশেরই লাভ হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত