দৈনিক সমকালের বিরুদ্ধে ঢাকা ওয়াসার মামলা

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকসহ মোট তিনজনকে অভিযুক্ত করে প্রেস কাউন্সিলে গতকাল একটি মামলা রুজু করেছে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের পক্ষে মামলাটি দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন।

গত ৯ জানুয়ারি দৈনিক সমকালের প্রথম পাতায় ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি!’ শিরোনামে প্রকাশিত আপত্তিজনক, অসত্য, কাল্পনিক ও বানোয়াট সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ এর ১২ ধারার আলোকে বিচার প্রার্থনা করে এ মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি সংশ্লিষ্ট পত্রিকার প্রতিবেদক হকিকত জাহান হকিসহ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে ব্যারিস্টার এএম মাসুম স্বাক্ষরিত একটি লিগ্যাল নোটিশ ইস্যু করা হয়। এ বিষয়ে ঢাকা ওয়াসা থেকে আলোচ্য পত্রিকায় একটি প্রতিবাদ লিপিও পাঠানো হয়, যা পত্রিকাটি অদ্যাবধি প্রকাশ করেনি।

ইস্যুকৃত লিগ্যাল নোটিশে সমকাল সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদককে নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে প্রতিবেদনের সত্যতার প্রমাণাদিসহ এর তথ্যসূত্র উল্লেখ করে জবাব দিতে বলা হয়। অন্যথায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে জানানো হয়। পত্রিকাটির পক্ষ থেকে নোটিশের বিপরীতে কোনো জবাব না আসায় গতকাল প্রেস কাউন্সিলে আলোচ্য মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।