আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি খানবাহাদুর আহ্ছান উল্লা (র.) এর ৫৯তম বার্ষিক ওরস শরিফ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ সুফি আলহাজ খান বাহাদুর আহ্ছান উল্লা (র.) এর ৫৯তম বার্ষিক ওরস শরিফ আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৩ নলতা শরিফে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী পবিত্র ওরস শরিফে প্রখ্যাত ওলামায়ে কেরামরা কোরআন ও হাদিছের আলোকে নবী রাসূল (স.) এবং ওলি আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করবেন। ৯ ফেব্রুয়ারি (২৬ মাঘ) বৃহস্পতিবার ওরস শরিফের প্রথম দিনে শায়খ সৈয়দ ড. হাসান আল আযহারী (সাবেক ভিপি, আল আযহার বিশ্ববিদ্যালয়, মিশর, খতিব গাউছুল আজম রেলওয়ে জামে মসজিদ ঢাকা), শায়খ আব্দুল মোস্তাফা রহিম আল আযহারী (খতিব, গাউছুল আজম রেলওয়ে জামে মসজিদ, শাহাজানপুর ঢাকা), হজরত মাওলানা মুফতি নুর মোহাম্মদ আল ক্বাদেরী (খতিব ও পেশ ইমাম, সওদানগর জামে মসজিদ, হবিগঞ্জ), আলহাজ হজরত মাওলানা মুফতি শায়খ মুহাম্মদ উছমান গনী (সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম, ঢাকা আহ্ছানিয়া মিশন, ঢাকা) ১০ ফেব্রুয়ারি (২৭ মাঘ শুক্রবার দ্বিতীয় দিনে অধ্যক্ষ হজরত মাওলানা ড. কাফীলুদ্দিন সরকার সালেহী নেছারিয়া কামিল মাদ্রাসা, ঢাকা ও গভর্নর, ইসলামি ফাউন্ডেশন, বাংলাদেশ), শায়খুল হাদিছ হজরত মাওলানা আব্দুর রাজ্জাক (আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, খতিব, সোবহানবাগ জামে মসজিদ ঢাকা), হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আলী আল ক্বাদেরী (মোহাদ্দিস হবীগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা, হবিগঞ্জ), আলহাজ হজরত মাওলানা মো. আবু সাঈদ (খতিব নলতা শরিফ শাহি জামে মসজিদ) বয়ান পেশ করবেন। ১১ ফেব্রুয়ারি (২৮ মাঘ) শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৯তম ওরস শরিফের সমাপ্তি ঘোষণা হবে। নলতা কেন্দ্রীয় মিশনের পক্ষ থেকে দেশি-বিদেশি সব ভক্ত-আশেকানদের পবিত্র ওরস শরিফে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।