ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান তিতাস কর্তৃপক্ষের

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান তিতাস কর্তৃপক্ষের

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে মিরপুর, আগারগাঁও তিতাসের অভিযান রাজধানীর মিরপুর, আগারগাঁও এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অবৈধভাবে তিতাসের গ্যাস সংযোগ রোধে অভিযান পরিচালনা করেছে তিতাস কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মিরপুরের তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দুটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ একটি কারখানা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আমরা বাসা বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করতে দেখেছি। এজন্য আমরা আইন অনুযায়ী অর্থদণ্ড দিয়েছি। তিনি বলেন, আমরা সবাইকে সচেতন হতে বলব। মানুষের মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাহলে তারা আর অবৈধভাবে গ্যাস ব্যবহার করবে না, দেশের সম্পদ নষ্ট করবে না। তিনি আরো বলেন, কোথাও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেলে জেল-জরিমানা করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত